গত ১০-১০-২০২১ তারিখ রবিবার পশ্চিম মুক্তারপুর, পঞ্চসার, সদর, মুন্সীগঞ্জ এ অবস্থিত বর্ণালী ফেব্রিক্স লিমিটেড কারখানায় এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর সহকারি মহাপরিদর্শক (সাধারণ) জনাব আবদুল কাইউম এবং কারখানার এজিএম জনাব গোলাম মহিউদ্দীন উক্ত সভা পরিচালনা করেন।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর আলোকে শ্রমিকদের বেতন-ভাতা, সুযোগ সুবিধা, কর্মপরিবেশের স্বাস্থ্য ও সেইফটি ইত্যাদি বিষয়ে উপস্থিত শ্রমিকদের ধারণা দেয়া হয় এবং উল্লিখিত বিষয়ে কোন অভিযোগ থাকলে অফিসে এসে অভিযোগ জানাতে বলা হয় অথবা অধিদপ্তরের টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ নাম্বারে বিনামূল্যে কল করে অভিযোগ জানানোর পরামর্শ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস